চাঁদপুর হাইমচর-৩ আসনে বিএনপির একাধিক প্রার্থীদের সক্রিয় প্রচারণা রয়েছেন। তারা মাঠ পর্যায়ে এখন প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছে, বিএনপির ভারপ্রপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন।
সারাদেশের মত চাঁদপুর হাইমচর -৩ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে, নির্বাচনী আমেজ মাথায় নিয়ে ইউনিয়নের থেকে শুরু করে হাট বাজার দোকান পাঠে তারা প্রচারনা করে যাচ্ছে,সব মিলিয়ে চাঁদপুর ৩ আসনে নির্বাচনী প্রচারনায় জমে উঠতে শুরু করেছে।
জেলার সবগুলো নির্বাচনী এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব বিরাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে চাঁদপুর- ৩ আসনে সাবেক এমপি আলম খান।
চাঁদপুর সদর,মতলব দক্ষিন উপজেলা নিয়ে যখন ছিল চাঁদপুর-৩ আসন, তখন তিনি সে আসন থেকে জনসাধারণের ভোটে এমপি হয়ে মানুষের কল্যাণে, চাঁদপুরের উন্নয়ন নিয়ে কাজ করেছেন। সেটাই এখন বতর্মানে চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকা।
চাঁদপুর সদর উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলম খান বিএনপির মনোয়ন প্রত্যাশী। সে প্রত্যাশা নিয়ে আলম খান চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় ঘুরে জনগনের সাথে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার এবং বিএনপির শাসনামলে উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন এবং আগামীতে জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষিত সমাজকে মূল্যায়িত করা হবে যেটা আমার নেতা তারেক রহমান ঘোষনা করেছেন।
সাবেক এমপি আলম খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়ই রাষ্ট্রকাঠামোর ৩১ দফা তৈরী হয়। ওই ৩১ দফার কথাগুলো প্রান্তিক পর্যায়ে লোকজনের সাথে তুলে ধরছি। লোকজন তারেক রহমানের এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছে। আমি চাঁদপুর হাইমচরের সবার কাছে পরিচিত। দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়া হয়, তাহলে সবাইকে নিয়ে আধুনিক চাঁদপুর গড়ে তুলবো। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষ হয়ে কাজ করে নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চত করবো ইনশাআল্লাহ।

